রফিকুল জামাদার
বাংলায় (SIR in West Bengal) বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা (BLO) ফর্ম দেওয়া প্রায় শেষ করে এনেছেন। ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) পুরোদমে চলছে। এই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে জাতীয় নির্বাচন কমিশন এবার পশ্চিমবঙ্গের জন্য একজন স্পেশাল রোল অবজার্ভার (Special Roll Observer) নিয়োগ করল। পশ্চিমবঙ্গ ক্যাডারের (১৯৯০ ব্যাচ) অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে (Subrata Gupta) এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে শুক্রবার একটি নির্দেশ জারি হয়েছে। তাতে স্পেশাল রোল অবজার্ভারের দায়িত্ব, ক্ষমতা এবং কাজের পরিসর ও পরিধি বিস্তারিতভাবে