দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ড (Ration, Aadhaar) নেই কিংবা বায়োমেট্রিক যাচাই হয়নি—এই অজুহাতে আর কোনও দুঃস্থ রেশন গ্রাহককে (Ration) খাদ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত করা যাবে না। কড়া বার্তা দিল খাদ্য দফতর (Food Department )।
এ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেছেন খাদ্য দফতরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকি।