দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে সোমবার থেকেই উত্তেজনা ছড়িয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতরে। বিক্ষোভ দেখান বিএলও-দের (West Bengal SIR) একাংশ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR)-পর্বের বুথভিত্তিক কাজের সঙ্গে যুক্ত বুথস্তরের আধিকারিকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ধস্তাধস্তিও হয় পুলিশের (Police)। পরে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় বিএলও-দের (BLO)। সেই থেকে শুরু। এরই প্রতিবাদে রাতভর ধর্নায় বসে যান তাঁরা। সেই ধর্নায় বসেই বাকি থাকা কাজ সামলাচ্ছেন বুথ লেভেল অফিসাররা।
#REL