রফিকুল জামাদার
রাজ্যে ভোটার তালিকায় (Voter List) বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলছে। সেজন্য বিভিন্ন বিধানসভায় বিএলও-রা এনুমারেশন ফর্ম বিলি করা শুরু করেছেন। তবে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে খবর, এরই মধ্যে রাজ্যজুড়ে এনুমারেশন ফর্ম () বিলির ক্ষেত্রে বড় রকমের অসঙ্গতি দেখা যাচ্ছে। রাজ্যের জেলাগুলিতে গড়ে ফর্ম বিলি হয়েছে ৭১.৮৮% হারে। অর্থাৎ ১০০ জন ভোটার থাকলে প্রায় ৭২জন ফর্ম পেয়ে গেছেন। কিন্তু ১৩৮টি বিধানসভায় ফর্ম বিলির হার এই গড়ের নীচে।
সবচেয়ে পিছিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা