দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি রাজ্যজুড়ে ভোটারদের (West Bengal SIR) হাতে পৌঁছে গিয়েছে SIR-এর এনুমারেশন ফর্ম (SIR Form)। অনেকে ইতিমধ্যেই ফর্ম পূরণের কাজ শুরু করেছেন। কিন্তু দেখা যাচ্ছে, নামের বানানে ভুল, তথ্যের অসঙ্গতি বা সামান্য কাটাকুটির মতো সমস্যায় পড়ছেন বহু মানুষ। ফলে তৈরি হচ্ছে দুশ্চিন্তা। তবে উদ্বেগের কিছু নেই— কারণ ভুল সংশোধনের সহজ ও নির্ভরযোগ্য উপায় রয়েছে।
কী করবেন না