দ্য ওয়াল ব্যুরো: ২৬ হাজার চাকরি বাতিল মামলা (SSC Scam) নিয়ে এমনিতেই সরগরম রাজ্য। সম্প্রতি অযোগ্যদের তালিকা (Tainted List) প্রকাশ করার পর পরিস্থিতি আরও উত্তেজক হয়েছে। এরই মধ্যে টেট (TET) নিয়ে বড় খবর। শিক্ষকতায় পদোন্নতি বা চাকরি চালিয়ে যেতে হলে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক - এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, পাঁচ বছরের বেশি চাকরির অভিজ্ঞতা থাকলেও টেট পাশ না করলে শিক্ষকতায় থাকা যাবে না।