দ্য ওয়াল ব্যুরো: নবম–দশমে শেষ পর্যন্ত শূন্যপদ বাড়ল না। শিক্ষা দফতরের পাঠানো শিক্ষক নিয়োগের সংশোধিত তালিকা (SSC corrected list) আগের মতোই বহাল থাকল। সূত্রের খবর, আগামী সোমবার, অর্থাৎ, ৮ ডিসেম্বর নথি যাচাই ও ইন্টারভিউয়ের তালিকা (documents verification and interview list) প্রকাশ করতে পারে এসএসসি (SSC)।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ নবম–দশমের জন্য নিয়োগ পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। পরীক্ষার আগে যে তালিকায় ২৩,২১২টি শূন্যপদ ঘোষণা করা হয়েছিল, সংশোধনের পরও সেই সংখ্যায় কোনও পরিবর্তন হয়নি।
#REL