দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় (SSC Tainted List) উঠে এল বিজেপির বীরভূম জেলা কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম (Birbhum BJP Leaders Wife)। ফলাফল, আরও এক দফা রাজনৈতিক তরজা শুরু তৃণমূল-বিজেপি মহলে।
শনিবার রাতে এসএসসি যে বিতর্কিত তালিকা প্রকাশ করেছে, তাতে ৬৫৩ নম্বরে রয়েছে লক্ষ্মী বিশ্বাসের নাম। বীরভূমের রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন তিনি।
#REL