দ্য ওয়াল ব্যুরো: সারাদিনের টালবাহানার পর শনিবার রাতে চাকরিহারা 'দাগি' শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি (SSC Tainted List)। ২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে শাসক দল তৃণমূলকেই তোপ দেগেছে বিরোধীরা। 'যোগ্য' শিক্ষকদের একাংশ তাঁদের এই পরিণতির জন্য রাজ্যকেই দায়ী করেছেন। এবার 'দাগি'দের তালিকা প্রকাশের পর কী প্রতিক্রিয়া তৃণমূলের (TMC on Tainted List)।