দ্য ওয়াল ব্যুরো: এসএসসি–র অযোগ্য প্রার্থীদের তালিকা (SSC Tainted List) প্রকাশ হতেই একের পর এক চাঞ্চল্যকর নাম সামনে আসছে। তালিকার ১৮০৪ জনের মধ্যে রয়েছেন রাজপুর–সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (TMC Councillor) কুহেলি ঘোষ (Kuheli Ghosh)। তালিকায় নাম প্রকাশের পরই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।