দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ মামলায় ফের জট (SSC Recruitment)! এবার গ্রুপ সি ও গ্রুপ ডির ৭২৯৩ জন দাগিদের (orders publication of list of Group C and Group D candidates)) তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
যোগ্য তালিকা থেকে নাম বাদ পড়েছে, এই অভিযোগে এদিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, তাঁরা কোনও ভাবেই ‘দাগি’ নন, তবু ভুলভাবে তাঁদের নাম অযোগ্য প্রার্থীদের তালিকায় ঠাঁই দেওয়া হয়েছে।
#REL