দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হওয়ার পর অবশেষে রায় ঘোষণার দিন ধার্য হল। গত ১২ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমারের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন। সেই প্রতীক্ষিত রায় আগামীকাল, অর্থাৎ বুধবার ঘোষণা করা হবে।
২০১৬ সালে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে এবং পুরো প্যানেল বাতিল করে হাইকোর্ট, যা পরে সুপ্রিম কোর্টেও বহাল থাকে। এরপর একই ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়।
#REL