দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাথমিক শিক্ষকরা (Primary Teacher) বুথ স্তরের আধিকারিক (বিএলও) হিসাবে কাজ করতে পারবেন না—এই দাবিতে হাইকোর্টে (Calcutta High Court) গিয়েছিলেন একাংশ শিক্ষক। সোমবার তাঁদের সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন, দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতেই হবে। কমিশনের নির্দেশে হস্তক্ষেপ করবে না আদালত। তাঁর কথায়, “কর্মক্ষেত্রের কাজ শেষ করে অতিরিক্ত সময়ে ভোট সংক্রান্ত দায়িত্ব পালন করতে হবে (BLO)।”
#REL