দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে গত শুক্রবার। নানা জটিলতার পর অবশেষে নম্বর দেখতে পেয়েছেন পরীক্ষার্থীরা। কিন্তু তাঁদের অনেকেই পরীক্ষার ফলাফলে খুশি নন। ফলে ইন্টারভিউ তালিকায় নাম উঠবে কিনা এনিয়েও সংশয় রয়েছে।
'যোগ্য' শিক্ষকদের একাংশের দাবি, যতটা আশা করেছিলেন তার থেকে অনেক কম নম্বরই পেয়েছেন। কেউ আবার বলছেন, "এত বছর শিক্ষকতার পর চাকরি হারিয়ে আবার পরীক্ষা! নতুনদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠা প্রায় অসম্ভব।" এই পরিস্থিতিতে তাঁদের ভরসা একজন নবম-দশমের রেজাল্ট।