দ্য ওয়াল ব্যুরো: এসআইআর-এর (SIR) সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ৪ নয়, এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা নেওয়া হবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ঠিক হয়েছে, ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। শুরু থেকেই ফর্ম ডিজিটাইজেশনে জটিলতার অভিযোগ তুলে অতিরিক্ত সময় চেয়েছিলেন বহু বিএলও (BLO)। শেষমেশ সেই দাবিকেই মানল কমিশন।
কিন্তু এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি (BJP) বলছে, এটা সম্পূর্ণ কমিশনের স্বতন্ত্র সিদ্ধান্ত। তৃণমূলের অভিযোগ, এসআইআর নিয়ে কমিশন ‘খেলছে’, আর সেই খেলায় আদপে গোলমাল বেড়েছে।