রফিকুল জামাদার
কলকাতা উত্তর (Kolkata Uttar) যে প্রতিবারই ভোটের রাজনীতিতে খুব চমকপ্রদ বিরোধিতার সাক্ষ্য দেয়, তা নয়। গোটা বাংলা জানে, সাম্প্রতিক অতীতে সেখানে ভোট হয় সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই। সেই কেন্দ্রেই গত লোকসভা নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সৌজন্যে, তাপস রায়ের দলবদল। কানাঘুষো শোনা গিয়েছিল, তৃণমূলের (TMC) নিজস্ব দ্বন্দ্বও নাকি উত্তরের পথের কাঁটা। কিন্তু ভোটের ফলাফলে শেষ হাসি হেসেছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ই। এসআইআর আবহে কমিশন যখন এই কলকাতা উত্তরের আন-কালেক্টেবল ফর্মের পরিসংখ্যান দিচ্ছে, তখন সেখানকার সমীকরণ