দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকর্মা পুজো মানেই আকাশে রঙিন ঘুড়ির মেলা। মোবাইলে আসক্ত জেনারেশনের কাছেও এ এক অন্যরকম দিন। দুদিন আগে থেকে ঘুড়ি কেনার ভিড় আর বুধবার সকাল থেকে ভোকাট্টার আওয়াজ ভেসে আসা। সব মিলিয়েই তো বিশ্বকর্মা ডে। তবে, ঘুড়ির জন্যই আজকাল ভোকাট্টা হচ্ছে মানুষ। ঘুড়ি ওড়ানোর আনন্দ কখন যে কোন পরিবারে সবচেয়ে দুঃখের গল্প বয়ে আনছে, তা জানতেই পারছে না কেউ।
এই মাঞ্জা কাটা সুতো সেকেন্ড হুগলি ব্রিজের টোল এলাকায় এখন বিপদের বার্তা নিয়ে আবির্ভাব হয়েছে। উড়ে আসা সুতো বাইক আরোহীদের গলা কিংবা শরীরে জড়িয়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। মৃত্যুও হচ্ছে অনেকের।
#REL