দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের খান্ডিয়া গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বয়সের হিসাব বলছে অবসরের সময় এসে গিয়েছে। ৩৯ বছর ধরে ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি দিয়েছেন বিজয় কুমার চানসোরিয়া, পড়িয়েছেন, এক কথায় মানুষ করেছেন। এবার শিক্ষকতার জীবন শেষ, বাচ্চাদের পড়ানোর দায়িত্বও খাতায় কলমে শেষ! সরকারের নিয়ম বলছে, থামতে হবে।
কিন্তু থামলেন না চানসোরিয়া। অবসরের পর প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির টাকা হাত পেয়ে নিজের জন্য কিছু না রেখেই সবটা দান করে দিলেন দরিদ্র ও দুঃস্থ শিশুদের জন্য। মোট অঙ্ক? ৪০ লাখ টাকা।
#REL