দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রেম, বিয়ের প্রতিশ্রুতি, সহবাস, আর্থিক প্রতারণা— সব মিলিয়ে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগে তোলপাড় নোয়াপাড়া থানা এলাকা। অভিযোগ, মায়াপল্লীর বাসিন্দা এক যুবক তিন বছর ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক রেখে প্রথমে তাঁকে প্রেমের জালে ফাঁসান, তারপর বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার সহবাস করেন। শুধু তাই নয়, ব্যবসার নাম করে মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন।