দ্য় ওয়াল ব্যুরো, বাঁকুড়া: দলমায় ফেরার পথে বিঘের পর বিঘে জমির আলু নষ্ট করে দিল হাতির দল। বৃহস্পতিবার রাতে সোনামুখীর জঙ্গল পেরিয়ে ২৩ থেকে ২৫ টি হাতি ঢুকে পড়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়াড়া এলাকায়। সেখানে বিঘের পর বিঘে আলুর জমি নষ্ট করে হাতির দল। আলু তোলার ঠিক আগে এই তাণ্ডবে মাথায় হাত পড়েছে এলাকার চাষিদের।