দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামী ১৩ সেপ্টেম্বর মিজোরাম (Mizoram) ও মণিপুর (Manipur) সফরে যেতে পারেন বলে সরকারি সূত্রে খবর।
প্রথমে মিজোরামে গিয়ে তিনি উদ্বোধন করবেন নতুন ভৈরবী–সাইরাং (Bairabi-Sairang railway) রেলপথের। মিজোরাম সরকারের একাধিক আধিকারিক জানিয়েছেন, ওই অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী (PM Modi) আকাশপথে মণিপুর যাবেন। মে ২০২৩-এ মণিপুরে জাতিগত সংঘর্ষ শুরু (Manipur Violence) হওয়ার পর এটাই হবে তাঁর প্রথম সফর। তবে সফরের চূড়ান্ত কর্মসূচি এখনও হাতে আসেনি বলে জানিয়েছে প্রশাসন। ইম্ফল থেকে অবশ্য এখনও সফর নিশ্চিত করা যায়নি।