দ্য ওয়াল ব্যুরো: কিছু দিন আগেই শিয়ালদহ-রানাঘাট শাখায় (Sealdah-Ranaghat Route) চালু হয়েছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন (First AC Local Train)। আর অল্প কিছুদিনের মধ্যেই আরও স্বস্তি মিলতে চলেছে শহরতলির যাত্রীদের জন্য।
শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) চালু হতে চলেছে তিনটি নতুন এসি লোকাল ট্রেন। পাশাপাশি ব্যস্ত সময়ে যাত্রী চাপ সামলাতে নতুন ইএমইউ (EMEU) পরিষেবাও যুক্ত হচ্ছে।
নতুন এসি লোকাল
শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট রুটে চালু হবে একটি নতুন এসি লোকাল। সেটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭টা ১১-এ, বনগাঁ থেকে ছাড়বে ৭টা ৫২-তে, শিয়ালদহ পৌঁছবে ৯টা ৩৭-এ।