দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের মাটির তলায় লুকিয়ে ছিল বিপুল সম্পদ (Oil Gas)। অবশেষে তার হদিস মিলল রানাঘাট (Ranaghat) ও কাঁকপুলে (Kakpul)।
সংসদে কেন্দ্র জানাল, এই দুই জায়গায় পাওয়া গিয়েছে একটি বিরাট জ্বালানি ভাণ্ডার, যার বাজারমূল্য প্রায় ৪১ হাজার কোটি টাকা। উত্তর ২৪ পরগণার কাঁকপুল এবং নদিয়ার রানাঘাট, এই দুই অঞ্চলে দুটি নতুন তেল ও গ্যাস ব্লকের হদিস মিলেছে।
#REL