দ্য ওয়াল ব্যুরো: বিমান তখন মাঝআকাশে। ভেসে এল ক্যাপ্টেনের গলা। কোনও বিপদসঙ্কেত নয়, বরং আবেগঘন বার্তায় চোখ জলে ভরল বিমানের সমস্ত যাত্রীর।
অন্ধ্রপ্রদেশের এক ইন্ডিগো পাইলট বিমানের যাত্রীদের সামনে আবেগঘন এক ঘোষণায় সম্মান জানালেন মাকে। তিনিও সেই বিমানেই যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন। পাইলট যশবন্ত ভার্মা জানান, তাঁর মা-ই তাঁকে স্বপ্নপূরণের এই পথে অবিচল সমর্থন জুগিয়েছেন। সেই আবেগঘন ঘোষণার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
#REL