দ্য ওয়াল ব্যুরো: নিউদিল্লি রেল স্টেশনের পদপিষ্টে (Delhi Stampede) ১৮ জনের মৃত্যু এবং একাধিক যাত্রীর আহত হওয়ার ঘটনার দায় কার্যত যাত্রীদের (Passengers) উপরই চাপিয়ে দিল রেলমন্ত্রক।
শুক্রবার রাজ্যসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister) জানান, "ভিড়ের কারণ ছিল এক যাত্রীর মাথা থেকে বড় বোঝা পড়ে যাওয়া, যার ফলে সিঁড়িতে হুড়োহুড়ি শুরু হয়।" রেলমন্ত্রী একথা বললেও প্রশ্ন উঠছে—এই ঘটনায় রেলের পরিকাঠামো এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতা কি একেবারেই দায়ী নয়?
#REL