দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই কলকাতার রাস্তায় জনস্রোত, আর গঙ্গার ঘাটে বিসর্জনের ঢল। আর এই বিসর্জনই এবারে ভোগান্তি ডেকে আনছে চক্ররেলের নিয়মিত যাত্রীদের জন্য (Chakrarail)।
রেলের ঘোষণা অনুযায়ী, দুর্গাপ্রতিমা ও লক্ষ্মীপ্রতিমা নিরঞ্জনের দিনগুলিতে গঙ্গার ঘাট সংলগ্ন রুটে চক্ররেলের পরিষেবা আংশিক বন্ধ রাখা হবে। ফলে টানা ছ’দিন— ২ থেকে ৫ অক্টোবর (দশমী থেকে ত্রয়োদশী) এবং ৭ ও ৮ অক্টোবর পরিষেবা বিঘ্নিত হবে (Train Cancelled)।
#REL