দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্তে মাথাব্যথা বাড়তে চলেছে নিত্যযাত্রীদের। শেওড়াফুলি–দিয়াড়া স্টেশনের মাঝে রেলব্রিজের জরুরি মেরামতির জন্য আজ শনিবার ও আগামিকাল রবিবার মিলিয়ে হাওড়া ডিভিশনে (Howrah Division) মোট ৩০টি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (30 local trains cancelled)।
সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ওই অংশের ওভারহেড তারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেই চলবে আপৎকালীন সংস্কার।
রেল সূত্রের খবর, কাজ চলাকালীন কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হবে। তাই দু’দিনেই একাধিক ট্রেন বাতিলের তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল।
#REL