দ্য ওয়াল ব্যুরো: ফের একাধিক লোকাল ট্রেন বাতিল (Local Trains Canceled)। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বর্ধমান স্টেশনে আপ মেন লাইনে পরিকাঠামোগত কাজের জন্য রবিবার হাওড়া ডিভিশনে (Howrah Division) একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। যার জেরে বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন হাজার হাজার নিত্যযাত্রী।
সম্প্রতি শিয়ালদহ ডিভিশনেও একই কারণে একাধিক ট্রেন বাতিল হয়েছিল। এ বার সেই তালিকায় যুক্ত হল হাওড়া ডিভিশনও।
#REL