দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ডিভিশনে (Howrah Division) ফের একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) বাতিলের ঘোষণা। রবিবার, অর্থাৎ ৩০ তারিখ, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজ (Engineering Work), ওভারহেড ইকুইপমেন্ট (OHE – Overhead Equipment) মেরামতি এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের (Signal Maintenance) জন্য বেশ কয়েকটি ট্রেন চলবে না। ছুটির দিন হওয়ায় যানজটের আশঙ্কা থাকছে না।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ তারিখে যেসব লোকাল ট্রেন বাতিল থাকছে-
হাওড়া (Howrah) থেকে বাতিল-