দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেল পরিষেবা নিয়ে অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। ট্রেন লেট, গাদাগাদি করে যাতায়াত, নোংরা টয়লেট – এই সবই প্রায় রোজকার ছবি। তবে এরই মধ্যে এক মহিলা যাত্রীর অভিজ্ঞতা যেন কিছুটা আশার আলো ফেলল ভারতীয় রেলওয়ের উন্নতির পথে।
সম্প্রতি লেট নাইট ট্রেনে একা সফরের অভিজ্ঞতা শেয়ার করেছেন পূরবী জৈন নামের এক তরুণী। মুম্বই থেকে সুরাত যাওয়ার পথে ট্রেনের কামরায় রাত ১১টা নাগাদ তাঁর সঙ্গে যা ঘটেছে, তা মন ছুঁয়ে গেছে বহু নেটিজেনের।
#REL