দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা (Written Examination) রবিবার, ৩০ নভেম্বর। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থীরা পরীক্ষাকেন্দ্রের পথে রওনা দেবেন। শহরতলির পরিবহণের অন্যতম ভরসা রেল (Railways), তাই বড় সিদ্ধান্ত নিল শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবারের জন্য আগেই যে সব ইএমইউ লোকাল (EMU Local Trains) বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল, সেগুলি পুরোপুরি চালানো হবে। মূলত পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনওরকম অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই।
#REL