দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রকাশ্যে এল ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর দাদাগিরি। অভিযোগ, তাঁর মারধরে গুরুতর জখম হয়েছেন এক মহিলা। হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে ওই মহিলার।
#REL
শিউলি পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের সদস্যা ফিরোজা বিবির স্বামী শহিদুল গাজি। স্ত্রী ফিরোজার নাম করে এলাকায় তোলাবাজি থেকে শুরু করে এলাকার মানুষকে ধমকানো চমকানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানান, শাহিদুলের অত্যাচারে তারা নাজেহাল। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের নাম করে সে লাগাতার হুমকি দেয় বলেও অভিযোগ।