দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়াল ভারত। কাবুলে পৌঁছল ২১ টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার এই খবর জানালেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।
জয়শঙ্কর এক্স-এ লেখেন, 'ভারতের ভূমিকম্প ত্রাণসামগ্রী কাবুলে পৌঁছে গেছে। ২১ টন সামগ্রী এদিন বিমানযোগে পাঠানো হয়। এর মধ্যে রয়েছে কম্বল, তাঁবু, হাইজিন কিট, জল সংরক্ষণ ট্যাঙ্ক, জেনারেটর, রান্নার সামগ্রী, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, স্লিপিং ব্যাগ, ওষুধ, হুইলচেয়ার, স্যানিটাইজার, ওআরএস, জল পরিশোধনের ট্যাবলেট এবং চিকিৎসা সরঞ্জাম।'
#REL