দ্য ওয়াল ব্যুরো: গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগামে পাকিস্তান ও পাক-সমর্থিত জঙ্গিদের হামলায় (Pahalgam Attack) ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর ভারত সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) বাতিল করে। এখন আফগানিস্তানও (Afghanistan) পাকিস্তানকে (Pakistan) 'জলে মারার' সিদ্ধান্ত নিয়েছে।
এই মুহূর্তে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত উত্তপ্ত। দুই দেশের মধ্যে সংঘাত জটিল আকার নিয়েছে। যুদ্ধবিরতি (Ceasefire) ঘোষণা হলেও তা যে পুরোপুরি কার্যকর রয়েছে এমনটা নয়। এই আবহেই আফগানিস্তানের তালিবান সরকার সরাসরি জলযুদ্ধের পথে।