দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। এই ভূমিকম্পের প্রভাব কেবল আফগানিস্তানেই সীমাবদ্ধ থাকেনি, পাকিস্তান এবং ভারতের জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।
রয়টার্স সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। রাজধানী কাবুল-সহ বহু এলাকায় কম্পন অনুভূত হয়। গভীর রাতে হঠাৎ এমন কম্পনে আতঙ্কিত সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন।
#REL