দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভোরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে কেঁপে উঠল আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত (Afghanistan-Pakistan Border)। দু’পক্ষের তীব্র গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত হয়েছেন শতাধিক। আফগানিস্তানের তালিবান সরকার (Taliban Govt) দাবি করেছে, পাকিস্তান সেনার একাধিক পোস্ট ধ্বংস করা হয়েছে, এমনকী একটি ট্যাঙ্কও দখল করেছে তারা।
সংঘর্ষের মূল কেন্দ্র ছিল পাকিস্তানের চামান জেলা এবং আফগানিস্তানের দক্ষিণ-পূর্বের স্পিন বোলদাক এলাকা - যেখানে সীমান্ত রেখা বরাবর সকাল পর্যন্ত গুলি চলেছে বলে জানিয়েছে দুই দেশের সংবাদমাধ্যম।
আফগানিস্তানের দাবি