দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের রাজধানী কাবুলসহ তাদের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার কড়া জবাব দিল তালিবান বাহিনী। আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে হেলমান্দ প্রদেশে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার দাবি করেছে তালিবান সরকার।
হেলমান্দ প্রদেশের সরকারের মুখপাত্র মৌলভি মোহাম্মদ কাসিম রিয়াজ সংবাদমাধ্যমকে জানান, ডুরান্ড লাইন সংলগ্ন বাহরামপুর জেলায় গত রাতের অভিযানে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তিনি আরও দাবি করেন, আফগান বাহিনী এই অপারেশনে পাকিস্তানি সেনাবাহিনীর তিনটি সামরিক আউটপোস্ট দখল করে এবং প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।
#REL