দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার বুকে লেখা স্পনসরের নাম—শুধু বিজ্ঞাপন নয়, ক্রিকেট সংস্কৃতির অচ্ছেদ্য অঙ্গ।
সেই নাম এখন বদলাতে চলেছে। ফ্যান্টাসি স্পোর্টস জায়ান্ট ড্রিম ১১ (Dream11) সরে দাঁড়ানোয় নতুন করে দরপত্র আহ্বান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তবে শর্ত কড়া। অনলাইন রিয়েল মানি গেমিং কিংবা ক্রিপ্টোকারেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত কোনও প্রতিষ্ঠান নিলামে অংশ নিতে পারবে না। কারণ, এই খাত ইতিমধ্যেই সরকারের ‘অললাইন গেমিং অ্যাক্ট’ (‘Promotion and Regulation of Online Gaming Act 2025’) অনুযায়ী নিষিদ্ধ।