দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের উন্মাদনা দিল্লিতে এসে আরও একধাপ বেড়ে গেল। সোমবার বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) পা রাখতেই লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরের ‘শেষ লেগ’-কে কেন্দ্র করে ধরা পড়ল উত্তেজনা, প্রতীক আর সৌজন্যের মিলন। গায়ে পিঙ্ক রঙের টি-শার্ট, চিরচেনা হাসি—দিল্লিতে ‘গোট’ (GOAT) যেন পরিচিত মেজাজে।
জয় শাহের সাক্ষাৎ, ক্রিকেট-ফুটবলের প্রতীকী মিলন