দ্য ওয়াল ব্যুরো: ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন এক দিন। মুম্বইয়ের আকাশে আতশবাজির আলোয় লেখা হল সোনালি অধ্যায়। হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) নেতৃত্বে ভারত (India Women’s Cricket Team) জিতে নিল মহিলাদের একদিনের বিশ্বকাপ (Women’s World Cup 2025)।
এই জয় শুধু ট্রফি নয়, এ এক যুগবদলের সূচনা। যেমন ২৫ জুন, ১৯৮৩ সালে (Kapil Dev) কপিলের দল লর্ডসে (Lord’s) ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতীয় পুরুষ ক্রিকেটের চেহারা পাল্টে দিয়েছিল, তেমনই ২০২৫ সালের এই নভেম্বরের রবিবার মহিলাদের ক্রিকেটের নতুন ভোর।
#REL