দ্য ওয়াল ব্যুরো: কলকাতার যুবভারতীতে (Salt Lake Stadium) ক্ষোভের ধোঁয়া এখনও পুরোপুরি উধাও হয়নি। তুষের আগুনের মতো ধিকিধিকি জ্বলছে। গ্যালারিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’স্লোগান, আয়োজন নিয়ে প্রশ্ন, মিসম্যানেজমেন্টের তকমা—সব মিলিয়ে প্রথম দিনের (Day 1) স্মৃতি পুরোটাই অস্বস্তির।
ঠিক ২৪ ঘণ্টা পর ছবিটা বদলে গেল মুম্বইয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) রবিবার সন্ধ্যায় লিওনেল মেসি (Lionel Messi) পা রাখতেই দর্শকদের নিনাদ বদলাল, আবহ পাল্টাল। ক্ষোভের বদলে মুম্বই গর্জে উঠল একটাই স্লোগানে: ‘ভিসকা বার্সা’ (Visca Barça)!