দ্য ওয়াল ব্যুরো: ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium) আলো নিভেছে। গ্যালারির গর্জন থেমেছে। কিন্তু রবিবারের সেই সন্ধ্যার রেশ এখনও সোশ্যাল মিডিয়ায় জোরদার চর্চায়।
ইতিমধ্যে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) আর ফুটবলের বরপুত্র লিওনেল মেসির (Lionel Messi) যুগলবন্দির পরের চ্যাপ্টার সোশ্যাল মিডিয়ায় নতুন করে তুফান তুলেছে। বাড়ি ফিরে এক লাইনের বার্তা, কিন্তু তাতেই সব আবেগ মেলে ধরেছেন লিটল মাস্টার। এক্সে (X) সচিন লেখেন, ‘বলতেই হচ্ছে আজকের দিন দশে দশ!’