দ্য ওয়াল ব্যুরো: কথা রেখেছেন এমিলিয়ানো মার্টিনেজ। প্রতিশ্রুতি রক্ষা করেছেন রোনাল্ডিনহো-ও!
দু'বছর আগে কলকাতা সফরে এসেছিলেন দুই ফুটবলার। পেয়েছিলেন সাদর অভ্যর্থনা, দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা। আপ্লুত ফুটবল তারকাদের কাছে সেদিন হয়তো-বা রসিকতার ছলেই 'প্রস্তাব' পেড়েছিলেন আয়োজক শতদ্রু দত্ত (Shatadru Dutta)। আর্জি একটাই: এত আদর-আপ্যায়ন, যত্ন-আত্তির 'গুড রিভিউ'-টি যেন লিওনেল মেসির (Lionel Messi) কানে পৌঁছে যায়! কলকাতার ফুটবল-আবেগ আর বাঁধনহারা লিও-প্রীতির কথা জানতে পারলে নিশ্চয় একটা হিল্লে হবে! মেসি রাজিও হতে পারেন ভারতে আসতে!