দ্য ওয়াল ব্যুরো: মেসিকে (Lionel Messi in Kolkata) দেখবেন, তাঁর স্কিলের ঝলকের সাক্ষী থাকবেন, এই উদ্দেশ্য নিয়ে আজ শনিবার সাতসকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Lionel Messi GOAT Tour) আসেন কয়েক হাজার সমর্থক। কিন্তু নির্ধারিত সময়ের আগেই মেসির ময়দান ছেড়ে চলে যাওয়া, তাঁকে (Lionel Messi India) যথেষ্ট সময় দেখতে না পারার হতাশা বদলে গেল ক্ষোভে। যুবভারতীতে (Yuba Bharati) হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে (Lionel Messi) একটিবারের জন্যও দেখতে না পেয়ে বোতল ছুড়লেন দর্শকরা (Messi Kolkata)।