দ্য ওয়াল ব্যুরো: এক দশক বাদে ফের ভারতে লিওনেল মেসি (Lionel Messi)। প্রথম গন্তব্য হতে চলেছে কলকাতা (Lionel Messi in Kolkata)। সেখান থেকেই শুরু হবে তাঁর সফর। যা আমদাবাদ, মুম্বই হয়ে দিল্লিতে ইতি টানবে। রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তাঁর। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। যদিও আয়োজকরা জানিয়েছেন, সমস্ত প্রস্তুতি শেষ। এমনকি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামও বুক করা হয়ে গিয়েছে। তাঁদের কথায়, ‘সব ব্যবস্থা আপাতত পাকা। এখন মেসির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণাটুকু বাকি।’
কলকাতা পর্ব: