দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর ঘিরে যুবভারতীতে (Yuva Bharati) ঘটে যাওয়া তুমুল বিশৃঙ্খলার মামলায় বড় নির্দেশ আদালতের। মূল আয়োজক শতদ্রু দত্তকে (Satadru Dutta) ১৪ দিনের পুলিশ হেফাজত দিল বিধাননগর আদালত (Bidhannagar Court)। স্বতঃপ্রণোদিত মামলায় রবিবার তাঁকে পেশ করা হয়।
মেসির কলকাতা সফরের সময় যুবভারতী কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ব্যাপক ভাঙচুর, অশান্তি আর হিংসার ছবি সামনে আসে (Messi in Kolkata)। পরিস্থিতি হাতের বাইরে যেতেই বিধাননগর কমিশনারেট (Bidhannagar Commissionerate) দ্রুত পদক্ষেপ করে। একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়।