দ্য ওয়াল ব্যুরো: বিশৃঙ্খলার ‘আশঙ্কা’ ছিল। তাই লেক টাউনের শ্রীভূমিতে ৭০ ফুট উঁচু মূর্তি উদ্বোধনে সশরীরে লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। তাতে কিছুটা হতাশই হয়েছিলেন মন্ত্রী সুজিত বসু। মেসিকে দিয়ে ভার্চুয়ালি স্ট্যাচু (Messi statue) উন্মোচন করেই ক্ষান্ত থাকতে হয়। অথচ আজ সকালের সেই অনুষ্ঠান (GOAT Tour) যে ম্যাড়মেড়ে ছিল, তা একেবারেই বলা যায় না। মেসি তো ভার্চুয়ালি ছিলেনই (Messi in Kolkata)। পাশাপাশি হাজির হন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। তাও সপুত্র। ন্যূনতম বিভ্রাটের ছবি ধরা পড়েনি সেখানে।