দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় শনিবার কার্যত মেসি-দিবস। ভোর আড়াইটে নাগাদ শহরে পৌঁছনোর পর থেকেই আলোচনার কেন্দ্রে আর্জেন্তিনীয় ফুটবল তারকা (Lionel Messi)। সন্ধ্যার আগেই সেই উন্মাদনায় জুড়ে গেল বলিউডি রং। হায়াত রিজেন্সি হোটেলে (Hyatt Regency, Kolkata) মেসির সঙ্গে ছবি তুলতে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর ছেলে আব্রাম খানকে (AbRam Khan)। ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।