দ্য ওয়াল ব্যুরো: জন্মস্থান এক। একই দেশের নাগরিক। জীবনদর্শন আর নেতৃত্বের দিক দিয়েও মিল রয়েছে। বার্সেলোনা বোর্ডের বিরুদ্ধে একবার রুখে দাঁড়িয়েছিলেন বলে স্পেনীয় সংবাদপত্র একদা তাঁকে ‘চে মেসি' আখ্যা দেয়।
চে গেভারা (Che Guevara) আর লিওনেল মেসি (Lionel Messi)। দুজনের ময়দান আলাদা। মঞ্চ আলাদা। কিন্তু বোধের সূত্রে কি কোথাও গিয়ে এক হয়ে যায় না দুটো নাম? লাতিন আমেরিকান স্পিরিট কীভাবে চারিয়ে গিয়েছে দুজনের অন্তরে? রাজনীতিক, সাংস্কৃতিক এবং দর্শনগত নিক্তিতে কোথায় এক বিন্দুতে বাঁধা পড়েন দুজনে?
রোসারিওর গল্প