দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে অরণ্যের প্রাচীন প্রবাদ: ‘রঞ্জি ট্রফি তৈরি করে। দলীপ ট্রফি বলে দেয়, আপনি জাতীয় দলের জন্য প্রস্তুত কি না!’
লোকজ প্রবাদে খানিক অতিরেক মিশে থাকে। কিন্তু উপরের বক্তব্যে তিলার্ধ অতিরঞ্জন নেই। রঞ্জি তার স্বমহিমায় আসীন। ঐতিহাসিকতা, প্রতিদ্বন্দ্বিতা ও যোগ্যতাপ্রমাণের মঞ্চ হিসেবে এর গরিমা কোনও দিন ম্লান হবে না।