দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন ভয়াবহ চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সিডনিতে ফিল্ডিং করার সময় এক ক্যাচ নিতে গিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। পাঁজরে আঘাত লাগার পরই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং পরে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় জানা যায়, আইয়ারের লিভারে রক্তক্ষরণ হয়েছে। দ্রুত তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) স্থানান্তর করা হয়। তবে এখন অনেকটাই স্বস্তির খবর, ব্যাটার সম্পূর্ণ বিপদমুক্ত।
#REL