দ্য ওয়াল ব্যুরো: রাফায়েল নাদালের (Rafael Nadal) অবসর মুহূর্তটা টেনিসের অন্যতম চিরন্তন ছবি। দর্শকদের চোখের পাতা ভিজে উঠেছে, করতালিতে ভরে উঠেছে কোর্ট আর আবেগে থমকে যাচ্ছে সময়। প্রাক্তন ক্রিকেটার মদন লালের (Madan Lal) মতে, ঠিক এই সম্মানই প্রাপ্য রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli)।
দু’জনেই টেস্ট ও টি–২০ থেকে বিদায় নিয়েছেন। এখন শুধু ওয়ানডে (ODI) ফরম্যাটে খেলছেন। তাই প্রশ্ন উঠছে—আর কতদিন? ২০২৭ সালের (ICC ODI World Cup 2027) বিশ্বকাপেও কি দেখা যাবে তাঁদের?