দ্য ওয়াল ব্যুরো: প্রায় তিন সপ্তাহের নিঃস্তব্ধতা ভেঙে অবশেষে ইনস্টাগ্রামে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অস্ট্রেলিয়ায় ভয়াবহ চোটের পর এই প্রথম নিজের ছবি শেয়ার করলেন তিনি। সৈকতে বসে গা এলিয়ে থাকা মুহূর্ত। পোস্টের ক্যাপশনে লেখা—‘সূর্যের আলোই সেরা থেরাপি। ফিরে আসতে পেরে কৃতজ্ঞ। ভালোবাসা আর যত্নের জন্য ধন্যবাদ।’
ছবিতে দেখা গিয়েছে, হালকা নীল রঙের বাকেট হ্যাট ও সানগ্লাস পরে হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন শ্রেয়স। কিছুদিন আগেই মর্মান্তিক ইনজুরি। ধাক্কা সামলে ওঠা ক্রিকেটারের এই পোস্টে স্বস্তি ফিরে পেয়েছেন তাঁর অনুরাগীরা।